পাইকগাছা প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে পাইকগাছায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ দেলুটী ইউনিয়নের শতাধিক মানুষকে দাতা সংস্থা কেএফডি-৮৯ এর সহযোগিতায় ত্রাণ সহায়তা দিলেন ৬নং লস্কর ইউপির চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারী কে এম আরিফুজ্জামান (তুহিন) !! গত ২০শে মে’র ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে দেলুটী ইউনিয়নের বহু মানুষ সহায় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছে। বৃহস্পতিবার দেলুটী ইউপির চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের উপস্থিতিতে গেওয়াবুনিয়া ও কালীনগরের বানভাসী শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ৫শ পেঁয়াজ, ৫শ তেল, ১২লিঃ পানি, ১প্যাকেট লবন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, জর-আমাশয়ের ট্যাবলেট, মোমবাতী ও ম্যাচ। কয়েকজন নিঃস্ব ব্যক্তিকে নগদ অর্থও প্রদান করা হয়েছে। এ সহায়তা পেয়ে অনেকে কেঁদে ফেলেছেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বিভূতি সানা, ইউপি সদস্য রবীন মন্ডল, আশীষ হালদার, তাজ উদ্দীন, অরবিন্দ মন্ডল। আরো উপস্থিত ছিলেন, জাকির হোসেন ও আমির ঢালী, সহ আরো অনেকে। এ সহায়তা প্রদানের জন্য দেলুটীর চেয়ারম্যান রিপন কুমার মন্ডল কেএফডি-৮৯ ও লস্করের চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।