পাইকগাছায় ইউপি চেয়ারম্যনের নেতৃত্বে দীঘির পাড় সংস্কার

প্রকাশঃ ২০২০-০৬-১৫ - ১৬:২৯

পাইকগাছা প্রতিনিধি : লস্কর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত তরুন”দের সাথে কাঁধে কাঁধ মিলিয় ইউপি চেয়ারম্যন কেএম আরিফুজ্জামান তুহিন লস্কর দীঘির পাড় সংরক্ষনে মাটি দিয়ে সংস্কার কাজে অংশ নিলেন। ১৫ জুন,সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ইউপি চেয়ারম্যন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সরকারী এ দীঘির পাড়ে মাটি ফেলে সংস্কার করেন। এ সময় জাগ্রত তরুনদের মধ্যে ছিলেন লিংকন, ধীমান, রাজা-বাদশা, অতুনু, মেহেদী, সুখেন,রায়হান,রনি,নাজমুল, আলিম,আবীর, সাদ সহ অনেকে। উল্লেখ্য, ১ বছর পুর্বে বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকার অর্থায়নে লস্কর দফাদার মোড় হতে আলমতলা খেয়াঘাট পর্যন্ত ১ কিঃ মিঃ ড্রেস কার্পেটিং রাস্তার কাজ সম্পন্ন হয়। কিন্তু সরকারী দীঘির পাড়ে সংরক্ষনের অভাবে পিচের রাস্তার ক্ষতি হতে থাকায় চেয়ারম্যন -তুহিন ও জাগ্রত তরুনরা সম্মলিত ভাবে এ পাড়ে মাটি ফেলে রাস্তার পাড় সংরক্ষন করে দৃষ্টান্ত রাখলেন।