বিজ্ঞপ্তি : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাইকগাছা থানা এলাকা হতে সর্বমোট ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার সন্ধ্যায় সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল পাইকগাছা থানাধীন মাহমুদকাটি গ্রামস্থ মাহমুদকাটি বাজারের মধ্যে মাহমুদকাটি বাজার হইতে বালিয়া খেয়াঘাটগামী ইটের সলিং রাস্তার বামপাশে জনৈক ছাত্তার গোলদার এর ঔষধের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ জুয়েল রানা (২৫) পিতা-মোঃ আতিয়ার রহমান গাজী, মাতা-মোছাঃ আছমা বেগম, ২। শ্রাবন মিত্র (২৮), পিতা-গৌতম মিত্র, মাতা-পূর্ণিমা মিত্র, উভয় সাং-প্রতাপকাটি, উভয়থানা-পাইকগাছা, জেলা-খুলনাদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০৪/০৬/২০২০ খ্রিঃ তারিখ ১৬.২৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে পাইকগাছা থানায় উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।