পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডা. মোঃ আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কালোব্যাজ ধারণ, নিবরতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলাদার এর নেতৃত্বে সকল চিকিৎসকগণের কালো ব্যাজ ধারণ, ২ মিনিট নিরবতা কর্মসুচি পালন সহ নিহত ডাঃ রকিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ মাধুরী মজুমদার, ডাঃ মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, ডাঃ ইফফাত তাসনীম, ডাঃ মাহমুদা হক জুঁই ও ডাঃ মৌসুমী ফৌজদার, সিনিয়র নার্স কালী রাণী সোম, হামিদা খাতুন, রেহানা পারভীন, জয়ন্তী রায় ও উন্নতী রানী মন্ডল, সহকারী মেডিকেল অফিসার আব্দুল আল মামুন, প্রধান সহকারী আক্তারুজ্জামান, আমিনুল হক, মানিক চন্দ্র পাল, মোঃ মাসুরুজ্জামান, মোঃ আয়ুব হোসেন, রশিদ, সরোয়ার হোসেন, দেব্ব্রত সরকার, শেখ শহীদ ও কৃষ্ণ।