পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় রাস্তায় গাছের গুড়ি ফেরে ডাক্তার লাঞ্চিত সহ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেবার অভিযোগ পাওয়া গেছে। ১৮ জুন রাতে উপজেলার বাঁকা ভবানীপুরস্থ ঘোষ বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশী তদন্ত চলছে বলে জানা গেছে। পাইকগাছা ফারিন হাসপাতালের ব্যবস্থাপক খড়িয়া বাসাখালীর পুলিন মন্ডলের ছেলে স্বপন মন্ডল জানান, ঘটনার দিন গত রাত সাড়ে ৩ টার দিকে ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ মোঃ ফজলুর রহমান, পাইকগাছা পৌর সদরের ফারিন ও নুরজাহান ক্লিনিকের রোগী অপারেশন ও চিকিৎসা কার্যক্রম শেষ করে বাঁকা বাজারস্থ আশালতা ক্লিনিকের উদ্যেশ্যে রওনা দেয়। এক পর্যায়ে চিকিৎসকের প্রাইভেট ভবানীপুরস্থ প্রকাশ ঘোষের বাড়ী সামনে পৌছালে একদল দুর্বৃত্ত পিচের রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ী আটকে দেয়। এ সময় চিকিৎসকরা লাঞ্চিত হয় এবং তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা সহ বিভিন্ন ব্রান্ডের দামি ৩টি এ্যানড্রয়েড ও ২টি বাটন মোবাইল সেট কেড়ে নেয় বলে তাঁরা অভিযোগ করেন। এ ঘটনায় গতকাল ফারিন হাসপাতালের ব্যবস্থাপক স্বপন মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে ওসি এমদাদুল হক শেখ জানান, সমাজে ডাক্তারদের শত্রু নেই বললে চলে। এর পিছনে ডাক্তার-ক্লিনিক ব্যবসা অন্য কোন যোগসুত্র বা কেহ ভয় দেখানোর জন্য এ কৌশল অবলম্বন করলো কি না, নানা বিষয় ভেবে পুলিশ তদন্ত শুরু করেছেন।