পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে দুই বোনকে মারপিট

প্রকাশঃ ২০১৮-০২-০৩ - ২০:৪১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে দুই বোনকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত দু জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের সুব্রত মন্ডলের মেয়ে সঙ্গীতা মন্ডল (৮) ঘটনার দিন গত সোমবার সন্ধ্যার দিকে বাই সাইকেল নিয়ে ঘুরছিল। এ সময় পূর্ব শত্র“তার জের ধরে একই এলাকার প্রতিপক্ষ মৃত জাফর গাজীর ছেলে অজিয়ার ও তার পরিবারের লোকজন সাইকেল সহ সঙ্গীতাকে ধরে নিয়ে তাদের বাড়ীতে আটক রেখে মারপিট করে। এ সময় তার আত্মচিৎকার শুনে বোন সোনিয়া মন্ডল (১৭) সঙ্গীতাকে উদ্ধার করতে গেলে এসময় প্রতিপক্ষরা তাকেও মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়। এ ঘটনায় আহতের পিতা সুব্রত মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ অজিয়ার গাজী সহ ৩জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। যার নং -৩, তাং ৩/২/২০১৮ইং।