পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বসত বাড়ির অাল সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ৪ জন অাহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। সোমবার সকালে উপজেলার বগুড়ার চক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলার গড়ইখালী ইউপির বগুড়ার চক গ্রামের মৃঃ পরিতোষ মন্ডলের ছেলে কৌশিক মন্ডল জানান, বাড়ীর অাল সীমানা নিয়ে প্রতিবেশী নরেশ মন্ডল গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে অাসছিল । ইতিপুর্বে মিমাংশার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্হিতিতে দুপক্ষের অামিন দ্বারা পরিমাপ করে সীমানা নির্ধারন করা হয় । তিনি অারো জানান, সেই অনুযায়ী সোমবার সকালে বসত বড়ির বারান্দা সংস্কার করতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দেয় । এ সময় মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নরশে মন্ডল ,চন্দ্র শেখর মন্ডল, সাধন মন্ডল, বাবুরাম মন্ডল অামাকে মারপিট করে অাহত করে। এ সময় অামার স্ত্রী ফুলমতি মন্ডল ও ভাই তুহিন মন্ডল, হেমেশ মন্ডল ঠেকাতে অাসলে তারাও মারপিটের স্বীকার হয়ে আহত হয়। পায়ের অাঘাত গুরুতর হওয়ায় তুহিন মন্ডলকে খুলনায় পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।