পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনপূর্ব ভ্রাম্যমান আদালতে শতাধিক মটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতে ওসি এজাজ শফীর নেতৃত্বে পৌরসভা সদরের বিভিন্ন স্থান থেকে এসব মটরসাইকেল জব্দ করা হয়। পরে থানার সামনে বঙ্গবন্ধু চত্তরে আদালত বসিয়ে ১৬টি মামলায় ৭ হাজার ২শ টাকা আদায় জরিমানা আদায় করেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটদ্বয় সকল মটরসাইকেল চালকদের পৌর সদরের মধ্যে চলাচলের বিধি নিষেধ জারী করেন।