পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মসজিদের ইমাম নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল জুম্মার নামাজের পূর্ব মুহুর্তে চাঁদখালী ইউপির বিষ্ণুপুর গ্রামের মসজিদে এ ঘটনা ঘটেছে। পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মসজিদ কমিটি সমর্থিত পক্ষ ও সাধারণ মুসল্লীরা একে অপরকে দোষারোপ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর এ মসজিদে চাঁদখালীর গড়েরআবাদের বাসিন্দা মাওলানা আব্দুল খালেক দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছে। মসজিদের মুসল্লী আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোরে নামাজ আদায় শেষে মসজিদের বিদ্যুৎ বিল নিয়ে কথা উঠে। এ সময় ডাক্তার মিজানুর, আনার সরদার, মাওঃ অহিদ সহ অনেকেই তর্কে জড়িয়ে পড়লে এক পর্যায়ে ইমামকে দোষারোপ করে অনেকে বিরূপ মন্তব্য করেন। এ বিষয়ে মাওঃ আব্দুল খালেক জানান, এ ঘটনার পর ঐ দিন সকাল ৮টার দিকে স্থানীয় রঞ্জু সরদার আমাকে ডেকে বলেন, হুজুর যেহেতু আপনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। সে কারণে আপনাকে এখানে থাকা ঠিক হবে না। এ কথা বললে আমি আমার প্রাপ্য বকেয়া টাকা দাবী করি। এক পর্যায়ে সংশ্লিষ্টরা আমার প্রাপ্য ১২ হাজার ৫শ টাকা দিয়ে দেয়। এ নিয়ে জানাজানি হলে অন্য পক্ষ বেকে বসে হুজুরকে মসজিদে রাখার পক্ষে অবস্থান নেয়। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সরদার আলাউদ্দীন ইমামকে দোষারোপ করে বলেন, তার কারণে এ ঘটনা ঘটেছে। এদিকে, শুক্রবারে জুম্মার নামাজের সময় হুজুর কেন্দ্রিক বিরোধে কমিটি সমর্থিত মিজানপক্ষরা ও অপরপক্ষে আব্দুল্লাহ সমর্থিতরা তর্কে জড়িয়ে পড়লে এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানের জন্য ওসি এমদাদুল হক শেখ দু’পক্ষকে নিয়েই বৈঠক করছিল।