পাইকগাছায় মৎস্যজীবি সমিতির সভাপতি খুন : আটক ৩

প্রকাশঃ ২০১৯-১১-২১ - ১৭:৪৪

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় পুর্ব গজালিয়া মৎস্যজীবি সমিতির সভাপতি আব্দুস সালাম (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে, থানায় মামলা হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে সালাম গাজী বাড়ী থেকে মিনহাজ নদী সংলগ্ন নিজ চিংড়ি ঘেরে যাওয়ার পথে আনিছ ও আনারের বাড়ী সংলগ্ন ফাঁকা জায়গায় ফেলে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপুর্যপুরী ভাবে কুপিয়ে তাকে হত্যা করে চলে যায়। নিহত সালাম পুর্ব গজালিয়ার মৃত মোহর গাজী ছেলে। ওই রাতেই ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে পুলিশ সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে সেলিম গাজী বাদী হয়ে মোস্তফা কামাল ডিয়ার ঢালী, আবু মুছা, আব্দুর রব, বি,এম, এনামুল, বদিয়ারসহ ১৩জন এজাহার নামীয় ও অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ২৭। এ ঘটনায় পুলিশ আফসার ঢালী, মনিরুল সরদার ও আব্দুর রহমান নামে এজাহার নামীয় ৩জনকে আটক করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, এ হত্যাকান্ডের পিছনে মিনহাজ নদী জলমহলের পুর্ব বিরোধ, ঘের সংক্রান্তসহ ঢালীদের সাথে দীর্ঘদিনের বিরোধ ও টাকা লেনদেনকে কেন্দ্র করে হুমকি সহ কয়েকটি সুত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।