পাইকগাছায় শালিকখালী নদী উন্মুক্ত থাকবে : এমপি নুরুল হক

প্রকাশঃ ২০১৭-১২-১২ - ২০:১২

পাইকগাছা : পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক দু’উপজেলা সীমানান্তে গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউপির একাধিক গ্রামের উপর দিয়ে প্রবাহিত শালিকখালী (গংরখি) নদী আগামী বাংলা বছরের শুরুতেই উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী এ দাবী পূরণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার গড়ইখালী ইউপির দক্ষিণ কুমখালী বি.বি. বালিকা বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বাবু গাইন ও তার ভাই কামরুল গাইনকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, এরা ইজারার নামে এ নদীতে বাঁধ-বন্ধি ও নেটপাটা দিয়ে সরকারি নীতিমালা লংঘন করে আসছেন। নদীতে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়াতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও অন্য দিকে লবণ পানি তুলে ব্যাপক ভাবে ফসলহানী ঘটাচ্ছে। এর আগে দু’ইউনিয়নে একাধিক বক্তা অভিযোগ করেন, এ নদীটি উন্মুক্তের জন্য সাবেক এমপি ও প্রশাসন একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। গড়ইখালী ইউপি চেয়ারম্যান আ’লীগনেতা রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগ সম্পাদক এস,এম, আইয়ুব আলীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান, আ’লীগনেতা বিজয় কুমার সরকার, এমপিপুত্র আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, গাজী মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। বক্তব্য রাখেন, অবিনশ সরদার, মহাশীষ সরদার, বি.এম, শফি, বি.এম. গাউসুর রহমান, দিলিপ কুমার সানা, আক্তার হোসেন গাইন, প্রধান শিক্ষক দীনেশ মন্ডল, তরুন রায়, যুবনেতা শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, আসিফ ইকবাল রনি, ছাত্রনেতা মশিউর রহমান প্রমুখ।