পাইকগাছায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০২-২৫ - ২০:৩৬

পাইকগাছা : পাইকগাছায় মঙ্গলঘট স্থাপন, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও যাত্রাপালার মধ্যদিয়ে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। দেলুটি ইউপি’র কালিনগর কলেজ সংলগ্ন কালিনগর সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা মন্দিরে বৃহস্পতিবার বিকাল ৫টায় ধর্মীয় আলোচনা, সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন এরপর রামায়ণ পালা, রাত ৮টায় প্রসাদ বিতরণ ও সবশেষে রাত ১০ টায় সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সমার কান্তি হালদারের সভাপতিত্বে লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নিত্যানন্দ মন্ডল, পরিমল সরকার, দীলিপ রায়, প্রভাষক সুভাষ চন্দ্র গাইন, ঝর্ণা তরফদার, ঢেউ সোসাইটির চেয়ারম্যান সুকান্তি সরকার, দারুণ মল্লিক হাইস্কুলের সভাপতি পলাশ কান্তি রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিউলী মল্লিক, ডাঃ প্রভাত হালদার, প্রদীপ হীরা, অর্চনা রায়, তপতি মন্ডল, তানিয়া হালদার ও সুপ্রিয়া মন্ডল।