পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লতা ইউনিয়নের ২০নং পোল্ডারে আম্পানের আঘাতে ভেঙ্গে যাওয়া নড়া নদীর দক্ষিণ মাথা স্থানীয় লোকের সহযোগিতায় মেরামত করা হয়েছে। সোমবার ৫ শতাধিক লোক ভেঙ্গে যাওয়া বাঁধ এলাকা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরামতের কাজ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের নেতৃত্বে বাঁধ মেরামতের কাজ করা হয়। ফলে পানিবন্দি ৮টি গ্রামের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এ সময় সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য কৃষ্ণপদ রায়, মীর ইব্রাহিম খলিল পরান, দেবাশীষ রায় ও শিউলী সরকার। উল্লেখ্য, গত ২০ মে ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের নড়া নদীর দক্ষিণ মাথা ভেঙ্গে ৮টি গ্রাম প্লাবিত হয়। ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল জানায়, স্বেচ্ছাশ্রমে মেরামতকৃত বাঁধ সাময়িকভাবে পানি ওঠা-নামা বন্ধ হলেও টেকসই বাঁধের বিকল্প নেই।