স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় আলোচিত একাধিক মামলার আসামী হালিম শিকারী (৫০) পিস্তল-গুলি সহ আটক হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলা ডিবি পুলিশ সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর পাড়ের চিংড়ি ঘের থেকে হালিমকে আটক করে। এ সময় ১ অত্যাধুনিক পিস্তল, ১টি ম্যাগজিন সহ ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। হালিমের আটকের ঘটনায় এলাকায় মিষ্টি বিতরণ সহ স্বস্তির খবর পাওয়া গেছে। সে গড়ইখালীর ইউপির হোগলার চক গ্রামের এয়াকুব্বর শিকারীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানান, হালিম শিকারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবি জেলে, বাওয়ালীদের ভয় দেখিয়ে হয়রানী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র-চাঁদাবাজি সহ একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি হালিমের বিরুদ্ধে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাসের নেতৃত্বে এলাকাবাসী শান্তা বাজারে বিক্ষোভ সমাবেশ করলে গণমাধ্যমে ব্যাপক ভাবে সাড়া পড়ে। এদিকে এলাকায় মিষ্টি বিতরণের খবর দিয়ে স্থানীয় প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু অভিযোগ করেন, হালিম শিকারীর অত্যাচারে মানুষ ছিল অতিষ্ঠ এমকি মামলা ভয়ে কেহ মুখ খুলতো না। সর্বশেষ মঙ্গলবার রাতে ডিবি পুলিশের এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র-গুলি সহ হালিমকে আটক করেন। এ ঘটনায় এসআই লুৎফর রহমান বাদী পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন, যার নং- ৫৮। হালিম শিকারীকে অস্ত্র-গুলি সহ আটকের তথ্য দিয়ে ওসি এমদাদুল হক শেখ বলেন, সে ইতিপুর্বে একাধিকবার আটক হয়, এমনকি তাঁর বিরুদ্ধে বহু মামলাও রয়েছে।