পাইকগাছা সহকারী শিক্ষা অফিসার কর্তৃক গৃহবধুকে মারপিট

প্রকাশঃ ২০১৭-১২-০৯ - ২১:৫৩

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরে বসতবাড়ীর রাস্তার সীমানাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষা অফিসার কর্তৃক গৃহবধুকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধু পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি পৌরসভার ৯নং ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডে অচিন্ত কুমার গাইন স্ত্রী, সন্তানদের নিয়ে নিজ বাড়ীতে দীর্ঘদিন বসবাস করে আসছে। তার বড় ভাই পৈত্রিক সম্পদের একটি অংশ কয়রা উপজেলার সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ সাহার নিকট বিক্রি করলে পাশাপাশি তারা বসবাস শুরু করে। কিন্তু যাতায়াতের রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। জানা যায়, সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ সাহা যতটুকু জায়গা ক্রয় করেছেন ততটুকু বাড়ীর সীমানার মধ্যে দখলে রেখেছেন। যাতায়াতের কোন জায়গা তিনি দেননি। উক্ত যাতায়াতের রাস্তাটি তিনি অচিন্তের জায়গার উপর দিয়ে যাতায়াত করেন। এ বিষয় নিয়ে একাধিকবার শালিসী হলেও কোন সুরাহা হয়নি। শুক্রবার বেলা ১টার সময় বিদ্যুৎ সাহা ও তার স্ত্রী ললিতা দেবনাথ জোরপূর্বক অচিন্ত গাইনের বেশকিছু গাছপালা কেটে ফেলে। এ সময় অচিন্তের স্ত্রী ছন্দা গাইন বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করে। এ ঘটনায় ছন্দা গাইন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে সন্ধ্যায় বিদ্যুৎ সাহা ক্ষিপ্ত হয়ে ছন্দা গাইনকে বেদম মারপিট করে আহত করে। বর্তমানে ছন্দা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ সাহার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।