পাটকেলঘাটা প্রত্যন্ত অঞ্চলের অতিথি পাখি বিলুপ্ত

প্রকাশঃ ২০১৮-০১-০২ - ১৮:২৯

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: শীতকালে অতিথি পাখির কথা আমরা সবাই কম বেশি জানি। প্রতি বছর শীতকাল এলেই সাতক্ষীরা জেলাসহ পাটকেলঘাটায় আশপাশের বিভিন্ন জলাসয়, খাল- বিল,হাওড়, পুকুর ভরে যায় নানা রঙ বেরঙের নাম না জানা পাখির কলকাকুলিতে। এসব পাখিকেই বলা হয় অতিথি পাখি। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই অতিথি পাখির আগমন কমে গেছে। পাটকেলঘাটার বিভন্ন অঞ্চলে এক সময় পৌষ, মাঘ মাস আসতেই সচরাচর যেসব পাখি দেখা যেত তার মধ্যে উল্লেখযোগ্য হল লেঞ্জা, কুন্তি হাঁস, জিরিয়া হাঁস, নীলশির, গ্যাডয়াল, লালশির, পাতারি হাঁস, বামনীয়া, ভুটি হাঁস, কালো হাঁস, চখা-চখি, বালিহাঁস, বড় সরালী, ছোট সরালী, কানি বক, ধূসর বক, গো বক, সাদা বক, ছোট বক, মাঝলা বক, কালেম বা কায়েন, জল ময়ুর, ডুবুরি, খোপা ডুবুরি, ছোট পানকৌড়ী, বড় পানকৌড়ী, শামুক ভাঙ্গা বা শামুক খোলা, কালো কুট, কাদা খোঁচা বা চ্যাগা, জলের কাদাখোঁচা পাখি, বাটান, চা পাখি, সবুজ পা,লাল পা পিও, লাল লতিফা বা হটটিটি, গঙ্গা কবুতর, ল্যাঞ্জাহাঁস, সাদাবক, দলপিপি, কাস্তেচড়া, বেগুনিকালেম, পানকৌড়ি, ঈগল প্রভৃতি। এসব পাখিদের মধ্যে অনেক প্রজাতিই বছরের একটি নিদিষ্ট সময় চলে যেত। পাটকেলঘাটার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খাল, বিল, পুকুর, হ্রদ, নদী অববাহিকায় এবারের শীতে প্রচুর পরিমাণ বিদেশী পাখির বিচরণ না হলেও কিছু সংখ্যক অতিথি পাখি লক্ষ্য করা যাচ্ছে তবে সেটা আগের থেকে অনেক কম। কারন অতিথি পাখির বিচরণস্থান হিসেবে পুর্বে যেসব জায়গা ছিলো তা এখন পাখিদের জন্য উপযুক্ত নয়। তাছাড়া তাদের যে সব প্রাকৃতিক থাকার বাসস্থান ছিলো তা প্রায় বিলুপ্তির পথে। তাছাড়া পাখি শিকারের কারনে অথিতি পাখির আগমন কম।এলাকা সুত্রে জানা যায় পাটকেলঘাটার হরিণখোলা, সরুলিয়া,নওয়াপাড়া,গোয়ালপোতা,মিঠাবাড়ি,দৌলুতপুর,শাকদাহ,দলুয়া সহ আশপাশের বিভিন্ন জলাশয়, খাল- বিল,হাওড়, পুকুর ভরে এক সময় শীতের অতিথি পাখি আসত কিন্তু বর্তমানে সেইসব অতিথি পাখি খুব একটা চোখে পড়ে না। তাই শীতের এই অতিথি পাখি শিকার করা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এ লক্ষ্যে গণ সচেতনতা গড়ে তুলতে হবে।