পানখালী ইউনিয়ন আওয়ামীলীগের শোক দিবস পালন

প্রকাশঃ ২০২৩-০৮-২৯ - ১৯:২০

দাকোপ প্রতিনিধি : দাকোপের পানখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন । ইউনিয়ন আলীগের সভাপতি স্বপন কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জ্যোতি শংকর রায়ের পরিচালনায় শোক সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, জেলা আওয়ামীলীগ নেতা নান্টু রায়, উপজেলা আলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এ বি এম রুহুল আমিন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, চালনা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবির।
বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগনেতা অধ্যাপক সুপদ রায়, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, নিত্যুরঞ্জন কবিরাজ, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, কাউন্সিলর আঃ গফুর সানা, সুকৃতি রায়, উত্তম রায়, আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জিব রায়, রতন মন্ডল, ইউপি সদস্য হানজালা শেখ, বিকাশ দেওয়ান, জাহান আলী শেখ, স্বপন বিশ্বাস, ইকবল শেখ, জামাল শেখ, আফজাল শেখ, নজরুল ফকির, বিশ্বজিত বাওয়ালী, মাসুদ শেখ, খোরশেদ শেখ, কালীদাস সরদার, মুছা গাজী, জি এম ফারুক, অচিন্ত্য রায়, গোবিন্দ রায়, পারভেজ শেখ, আলমগীর হোসেন, অনুপম আদিত্য রায়, ইকরামুল হোসেন, শাহিন গাজী, ইমদাদুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাজ ধারন এবং সব শেষে সকলের মাঝে তবারক বিতারন করা হয়।