ফারুক হোসেন,পাবনা : পাবনা সদর ধানাধীন চকছাতিয়ানীতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ফয়সালহোসেন ( ৩৫) নামে এক যুবক খুন হয়েছে ও রনি নামে একজন গুরুতর আহত হয়েছেন আহত রনি একই এলাকার রইস উদ্দিনের ছেলে। সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল পাবনা পৌরসদরের ছাতিয়ানী মহল্লার ফখরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায় আধিপাত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন ধরে ফয়সাল রনির সঙ্গে তাদের লোকজনের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার রাত ১টার দিকে ছাতিয়ানী পূর্বপাড়া মহল্লায় বাড়ির সামনে রনিকে এবং ফয়সালকে ফজলে রাব্বি মাঠে কোপায় তাদের সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে রাতে অন্ধকারে ঐ সময় রাসেলকে খুজে পায়নি স্বজনেরা। মঙ্গলবার সকালে ফজলে রাব্বি স্কুল মাঠে ফয়সালের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় বলে জানান পাবনা সদর থানার এসআই সালাম। পুলিশ জানায়, নিহত ফয়সাল ও আহত রনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে সহযোগীরাই ফয়সালকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।