পাবনা প্রতিনিধি : পাবনায় ছবি খাতুন (৩৫) সামে এক গৃহবধু ট্রাকটারের ধাক্কায় নিহত হয়েছে। নিহত ছবি খাতুন হেমায়েতপুর ইউনিয়নের কৃষ্ণদিয়ার গ্রামে ডাবলু শেখের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কাশিপুর মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছবি খাতুন ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে নামছিলেন। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক্টটর এসে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই পুলিশ ইট বোঝাই ট্রাক্টরসহ চালককে আটক করে জেল হাজতে প্রেরণ করে।