পিরােজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত নবদম্পতির মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল (২৫) ও তার স্ত্রী মনি বেগম (১৮)। তাদের মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পৌরশহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় ওই বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় ওই নবদম্পতির মৃত্যু হয়। এ ঘটনায় দুটি অটো গাড়িও পুড়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।