দাকোপ প্রতিনিধি : নিজ স্বজনদের কাছে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট কথা কটাকাটির মাঝে দাকোপের কামিনিবাসীয়া পুলিশ ফাঁড়ীর কর্মকর্তা প্রভাষ মিত্র অযাচিতভাবে তিলডাঙ্গা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রাজিব মন্ডলকে স্থানীয় তেতুল বাজারে লাঞ্চিত করে। পুলিশের অনৈতিক হস্তক্ষেপ এবং একজন রাজনৈতিক কর্মীকে অন্যায়ভাবে প্রকাশ্যে লাঞ্চিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ চালনা পৌরসভার সভাপতি রাসেল কাজী, সাধারন সম্পাদক রাহুল রায়, ছাত্রনেতা নাইম ইসলাম জামিল, অচিন্ত্য রায়, মামুন সরদার, মাসুম হাওলাদার, তানভীর শেখ, সোহেল হাওলাদার, আসাদুল ইসলাম, সৌরভ মন্ডল, লিটন শেখ, দেব মন্ডল, রাব্বি শেখ, সত্য রায় প্রমুখ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ রাজিব মন্ডলকে লাঞ্চিত করায় পুলিশ কর্মকর্তা প্রভাষ মিত্রের বিরুদ্ধে প্রশাসনিক বিভাগীয় ব্যবস্থা গ্রহনে পুলিশের উর্ধর্তন মহলের হস্তক্ষেপ কামনা করেছে। বিবৃতিতে অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষনা দেওয়া হয়েছে।