বাগেরহাট অফিস: বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে শিকার করে পাচারের সময় ২৪০ কেজি (৬মন) হরিণের মাংস উদ্ধার করেছে সুপতি স্টেশনের কোস্টগার্ড ও বনবিভাগ। শুক্রবার চরদুয়ানী এলাকার বলেশ্বর নদে অভিযান চালিয়ে একটি নৌকাসহ ওই মাংস জব্দ করা হয়। এসময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বনবিভাগের সুপতি স্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে কোস্টগার্ড ও বনরক্ষীরা পাথরঘাটার চরদুয়ানি নামক এলাকার বলেশ্বর নদে অভিযান চালায়। এসময় বলেশ্বর নদের শাখা নাপিতখালী খালে একটি নৌকায় লোকজন দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। আভিযানিক দল নৌকার কাছাকাছি গেলে লোকজন লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে কয়েকটি বস্তায় ভরা ২৪০ কেজি মাংস উদ্ধার করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষ (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, উদ্ধার হওয়া মাংস সুপতি ফরেস্ট স্টেশনে মাটিচাপা দেওয়া হয়েছে। বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।