ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, পৃথিবীতে বাঙালি যতদিন বেঁচে থাকবে, ততদিন শহীদ মিনারের স্মৃতি অম্লান থাকবে। ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে স্বাধীনতার পর থেকে সরকারের গুরুত্বপূর্ণ স্থান সমূহ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। তরুণ প্রজন্মকে ইতিহাস ও ভাষা শহীদদের সম্পর্কে জানাতে দেশের বিভিন্ন স্থানে মাসব্যাপী বই মেলার আয়োজন করা হয়। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুণরায় ক্ষমতায় না আনলে উন্নয়নে বাধাগ্রস্থ হবে।
শনিবার বিকালে ফুলতলা শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশিষ্ট সমাজ সেবক আনছার আলী মোল্যার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন শহীদ আসাদ রফি গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ। আরিফুজ্জামান বাবলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সমীর কুমার ব্র², ওসি মোঃ ইলিয়াস তালুকদার, খুলনা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, এস কে মিজানুর রহমান, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, অনুপ কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ আঃ রউফ, ডাঃ সরোজ কুমার স্বর, পিজুষ কুন্ডু, শাহীনুর রহমান, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, শেখ আঃ জলিল, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ইকতিয়ার উদ্দিন সুমন, মেহেদী আনাম রঞ্জু, মাকিদ সরদার, মিরাজুল ইসলাম বাধন প্রমুখ। ফুলতলা কেন্দ্রীয় শহীদ মিনারটি সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি’র অনুদানে পৌনে ৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে।