পেঁয়াজের দাম বাড়ছে

প্রকাশঃ ২০১৯-১১-২৫ - ১৩:২৩

ঢাকা অফিস : দু’দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা।  যে পেঁয়াজ দু’দিন আগে খুচরা বাজারে বিক্রি হয়েছে ১৩০ থেকে থেকে ১৪০ টাকা কেজি। সেই পেঁয়াজই এখন প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। বাজারে উঠেছে নতুন পাতা পেঁয়াজ, আর তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে। দাম বেড়েছে অবৈধ পথে আসা ভারতীয় পেঁয়াজের দামও।

এদিকে, বাড়তে শুরু করেছে রসুনের দামও। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, বাজারে পাতা পেয়াজ ওঠার পর, ক্রেতারা শুকনো পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন।