এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সারাদেশে শতভাগ বিদ্যুৎ পৌছান-সহ সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। ব্যানারে সোন্দর্য্য দেখে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। পোস্টার- ফেস্টুনে ভোট হয় না। সন্ত্রাসী-চাঁদাবাজদের দলে নেওয়ার প্রয়োজন নেই। অযাথা দলকে কুলষিত করবেন না। দলে প্রতিযোগিতা থাকবে। মানুষকে ভোগান্তিতে ফেলবেন না। মানুষের উপকার করেন। মানুষের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে আমরা জয়ী হব ইনশাল্লাহ। তিনি গতকাল সকালে সাতক্ষীরা যাওয়ার পথে কেশবপুর শহারের গাজী মোড়ে এক সংক্ষিপ্ত পথ সভায় এ কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক পলাশ মল্লিক, পৌর ছাত্রলীগের সবুজ হোসেন নিরব প্রমুখ।