জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন শিক্ষার মানোন্নয়নের আওয়ামী লীগ সরকার চুপ করে নেই। শিক্ষার মান নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু শিক্ষা খাতেই নয়, প্রত্যেকটি খাতেই ব্যাপক উন্নয়ন করেছে এ আওয়ামী লীগ সরকার।
বুধবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে হরিনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
রমেশ চন্দ্র আরো বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। তাহলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়। এজন্য সকলের প্রতি আহব্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার, ইউনিয়ন আ:লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে ৮৭ লক্ষ টাকা ব্যয়ে মধ্য হরিনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।