ঢাকা অফিস : ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। রাজধানীর এফডিসিতে সহিংস উগ্রবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছা বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘তিনি যে অভিযোগ করেছেন তা বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। চোখ ধাঁধানো যে উন্নয়ন বাংলাদেশে, সে উন্নয়নকে ব্যাহত করতে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে আমি মনে করি। এর কারণ অনুসন্ধান করে আইনের আওতায় তাকে আনা হবে।’