যশোর: চৌগাছায় বেড়াতে নিয়ে এক কলেজছাত্রী (২০) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলেজ ছাত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। কলেজছাত্রী চৌগাছা ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন।
মেয়েটির মা বলেন, ‘বাপ্পি নামে এক সহপাঠীর সাথে তার সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দুপুরে আমার মেয়েকে বেড়ানোর নাম করে বাপ্পি তার ফুপুবাড়ি মাধবপুর গ্রামে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে বাপ্পি। এর ফলে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।’
বিষয়টি জানতে পেরে প্রথমে চৌগাছায় এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুর রহিম মোড়ল বলেন, ‘ওই মেয়েটি ধর্ষণের অভিযোগ করছে। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে, সেখান থেকে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। গাইনি ডাক্তাররা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। মেডিকেল রিপোর্ট আসার পর বলা যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না।’ বিষয়টি সম্পর্কে জানেন না বলে চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দিন দাবি করেছেন।