ঢাকা অফিস : প্রেস ব্রিফিং ও নামকাওয়াস্তে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শুক্রবার দুপুরে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৪ দলের সভায় এমন মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য প্রেস ব্রিফিং করে আর লোক দেখানো আন্দোলন করে আপনারা আপনাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন না। এমন আন্দোলনে জনগণকেও সঙ্গে পাবেন না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন বর্জন পরিহার করুন। জনগণকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে কোনো ধরনের বাধার সৃষ্টি করবেন না।’