ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে এই প্লাজমা সাপোর্ট সেন্টার চালুতে সহযোগিতা করেছে গাজী গ্রুপ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ও বার্ন ইন্সটিটিউট, স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন বাঁধন, সবাই মিলে সবার ঢাকা এবং ওলয়েল ডট কম।
ঢাকা অফিস : করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা সাপোর্ট সেন্টার চালু করলো ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের নগর ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।’মহৎ কাজে প্লাজমা দান, এগিয়ে আসুন বাঁচবে প্রাণ’ শ্লোগানে এই প্লাজমা সাপোর্ট সেন্টার চালু করলো বিজেসি।