ফকিরহাটে ইজিবাইকসহ ৩টি অটোভ্যান চুরি

প্রকাশঃ ২০১৮-০১-২২ - ১৯:৩০

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে পৃথক পৃথক স্থান থেকে অভিনব কায়দায় ইজিবাইক ও তিনটি অটো ভ্যান চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বেতাগা রুরর হাট সন্নিকটে ও পিলজংগ ইউনিয়নের বৈলতলী এলাকায় ঘটেছে। ভুক্তভোগী ইজিবাইক চালক বটিয়াঘাটার উপজেলার লক্ষীখোলা গ্রামের জলিল শেখ জানান, গত ২০জানুয়ারী সকালে তাকে ভান্ডারকোট এলাকা হতে জনৈক এক ব্যাক্তি পুলিশ পরিচয়ে তার ইজিবাইকটি ভাড়া করেন। পরে গৌরম্বা পুলিশ ফাড়ি হয়ে বেতাগা গরুর হাটের পার্শে¦ এসে চালককে অন্য এক জনকে ডেকে আনতে বলে। চালক অন্য ব্যাক্তিকে ডাকতে গেলে সেই সুযোগে যাত্রীবেশী অজ্ঞাত ব্যাক্তি তার ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। এছাড়া রবিবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামের মূতঃ ছুটে শেখ এর পুত্র শওকত শেখের বাড়ীতে তালা লাগানো অবস্থায় ১টি অটো ভ্যান চুরি হয়েছে। এর আগে একই গ্রামের রুস্তম শিকারীর পুত্র রহমত শিকারীর ১টি ও মতলেব শিকারীর পুত্র হুমায়ুন কবিরের ১টি অটো ভ্যান অজ্ঞাত চোরেরা নিজ নিজস্ব বাড়ী হতে চুরি করে পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত এই সব পৃথক ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।