বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে এক কলেজ ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ঐ নির্যাতিত ছাত্রী নিজে বাদী হয়ে শুক্রবার রাতে একজনকে আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
রাতেই পুলিশ অভিযুক্ত উপজেলার রাজপাট গ্রামের অমল বোসের ছেলে অনিক বোস (২০) কে আটক করেছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, টাউন-নওয়াপাড়া গ্রামের এই নারীর সাথে গত ৫মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে উক্ত যুবকের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ছেলেটি আসা-যাওয়া শুরু মেয়েটির বাড়ীতে। গত ১৩ এপ্রিল সন্ধ্যায় মেয়ের বাড়ীতে কেউ না থাকায় কলেজ ছাত্রীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারন করে। পরবর্তীতে সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দিয়ে অর্থ দাবী করে। তার দাবীকৃত অর্থ না দিতে পারায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে দেয় বলে মামলায় উল্লেখ করেছে। এ ঘটনায় কলেজ ছাত্রী আইনের আশ্রয় গ্রহন করেন। এব্যাপারে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনামের সাথে আলাপকালে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন করা হয়েছে। মামলার আসামীকে আটক করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধীন রয়েছে।