ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানা পুলিশের বিশেষ এক অভিযানে কাটাখালী মোড় এলাকা থেকে ৫০০ গ্রাম গাজা সহ মোঃ আমিনুল ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে। ১২ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন ও এটি এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করেছে। সে ফকিরহাটের মাসকাটা গ্রামের হামিদ শেখের পুত্র। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। যার নং-০৭, তারিখ-১২/০৪/২০১৮ইং।