ফকিরহাটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ (ভিডিও)

প্রকাশঃ ২০২২-০৭-১৯ - ১৮:৫০

খুলনা অফিস : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কানারপুকুর নামক স্থানে আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিপরীত দিক থেকে আসা দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ৩০ জন আহত হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাড়ে ১০টায় ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে কানারপুকুর নামক এলাকায় সর্বপ্রথম একটি ভ্যানকে ধাক্কা দেয়। তখন খুলনা থেকে ঢাকাগামী অপর বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় প্রায় ৩০/৪০ জন আহত হয়েছে। দূর্ঘটনার সংবাদ পেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। সড়কে দূর্ঘটনায় প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যানবাহন চলাচলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।