ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুভদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মৃতঃ দাউদ মোল্লার শিশু পুত্র সাব্বির মোল্লা (১২) কে লেবু চুরির অপবাদে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে নির্যাতন চালিয়েছে এক পাশন্ড। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার বিকালে শুভদিয়া গ্রামের মজিদ শেখের বাড়িতে কাগজি লেবু চুরির মিথ্যা অপবাদে সাব্বির মোল্লা নামের এক এতিম শিশুকে গাছের সাথে বেঁধে রেখে নির্মমভাবে নির্যাতন চালায় উক্ত গ্রামের প্রভাবশালী মজিদ সেখ। পরে উক্তনির্যািিতত শিশুকে তার চাচার হেফাজতে এনে রাখে। শিশুর উপর এমন নির্যাতনে তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী পাশাপাশি চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। এ ব্যাপারে শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম জানান, শিশু নির্যাতনের বিষয়ে তার কাছে কেউ আসেনি। তবে ঘটনা যদি সত্য হয় তবে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মডেল থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানা গেছে।