ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৪জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি রোববার সাড়ে আটটার দিকে মৌভোগ পশ্বিমপাড়া এলাকায় ঘটেছে। ভুক্তভোগীরা জানায়, নলধা-মৌভোগ পশ্বিমপাড়া এলাকার মোঃ আরিফ শেখ একটি ইটের সড়কে মালবাহী ভ্যান চলাচলে বাধা দেয়ায় একই এলাকার মহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ৩/৪জন সহযোগি মিলিত হয়ে আরিফ শেখের পরিবারের উপর অতর্কিত লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে গুরুত্বর আহত হয়েছে মোঃ আরিফ শেখ (৪০), স্ত্রী লিপি বেগম (৩২), পিতা শরিফুল ইসলাম (৬৫) ও মাতা ফরিদা বেগম (৬০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার সাথে জড়িত মূল হোতা মহিদুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।