ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধুসহ ২ জন আহত মামলায় ৪দিন অতিবাহিত হলেও পুলিশ বাকী আসামীদের আটক করতে পারেনি। গুরুতর জখম নিলুফার বেগম এখনও ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফুলতলার ঢাকুরিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের সাথে পাশ^র্বতীর্ জুলহাজ মোল্যার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে গত শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ জুলহাজগং রফিকুল ইসলাম ও তার স্ত্রী নিলুফার বেগম (৪০) এর উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রফিকুল ও তার স্ত্রী নিলুফার বেগম গুরুতর জখম হলে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে ৬ জনকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং—১০) দায়ের করেন। আসামীরা হলো ঢাকুরিয়া গ্রামের মোঃ জহুরুল ইসলাম মোল্যার পুত্র মোঃ জুলহাজ মোল্যা (৪০), মৃতঃ আব্দুল খালেক মোল্যার পুত্র মোঃ রবিউল ইসলাম মোল্যা (৪০) ও আঃ রশিদ মোল্যা (৫৫), মৃতঃ রোকন মোল্যার পুত্র জহুরুল ইসলাম মোল্যা (৬৫), আঃ রশিদ মোল্যার পুত্র মোঃ হাসিব মোল্যা (২৫) ও ইছাক গোলবারের পুত্র ইনু গোলবার (২৮)। মামলার এজহার নামীয় জুলহাজ মোল্যা ও রবিউল ইসলামকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানিয়েছেন।