ফুলতলা (খুলনা) প্রতিনিধি// দেশব্যাপী ঘোষিত লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার দুপুরে ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে সেনাবাহিনী ফুলতলা বাজার এলাকায় টহল দেয়। এ সময় বিধি ভঙ্গ করে দোকান খোলার অপরাধে রাইট চয়েজকে ৩ হাজার, শুকুর আলীর ফোমের দোকানে ৫শ’ এবং পুরাতন মার্কেটের কাপড়ের দোকানে ৫শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এদিকে অহেতুক বাজারে ঘোরাফেরা করার অপরাধে অপর ৮ ব্যক্তিকে কয়েকঘন্টা আটকে রেখে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয।