ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিভিন্ন সংকটে ও সংগ্রামে বঙ্গবন্ধুর সহযাত্রী হিসাবে অসামান্য অবদান রেখেছেন। সারাজীবন তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে দেশের মানুষের কল্যাণে প্রেরণা জুগিয়েছেন। তার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু বিশ^নন্দিত নেতায় পরিনত হয়েছিলেন।
ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এক ভাচুর্য়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, সহাকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন, ভেটেনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। পরে প্রশিক্ষিত ৯ নারীর মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।