ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলা আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য হারুন অর রশিদ, ইউপি সদস্য শেখ নজরুল ইসলাম, ফজলুল রহমান, আঃ রাজ্জাক মোড়ল, আবুল কালাম আজাদ, শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার, শেখ সিরাজুল ইসলাম, বাসুদেব শীল, শ্যামপদ মন্ডল, জোবায়দা খানম, জয়ন্তী লতা গাইন, ইয়াছিন মোল্যা, আসরা খাতুন, জয়দেব বিশ্বাস, লাল্টু পাল প্রমুখ।