ফুলতলার ভৈরব নদে ট্রলার ছিনতাইঃ মামলা নেয়নি কোন থানা

প্রকাশঃ ২০১৭-০৯-১৩ - ১৮:০৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: গভীর রাতে অস্ত্রের মুখে ১৩ লক্ষ টাকা মূল্যের ট্রলার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে ভৈরব নদের খুলনার ফুলতলা থানাধীন খানজাহানপুর এলাকায়। ভুক্তভোগী ট্রলার মাঝি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ঘোলা গ্রামের মৃঃ আঃ গফুর গাজীর পুত্র ওয়াজেদ আলী মাঝি (৫৫) বলেন, গত শনিবার নওয়াপাড়া থেকে মালামাল নিয়ে ভোলা জেলার বাংলা বাজারে আনলোড করে ৫০ বস্তা ওয়েস্ট চাল নিয়ে নওয়াপাড়ায় ফিরছিলেন। রাত আনুমানিক ১টার দিকে ফুলতলার খানজাহানপুর এলাকায় পৌছালে অপর একটি ট্রলার এসে আমাকে থামতে বাধ্য করে। এ সময় আমার মাথায় আঘাত করে, তারা অস্ত্রের মুখে আমাকে ও আমার পুত্র আলামিন (২২) কে জিম্মী করে স্টাম্পে স্বাক্ষর করে আমাদেরকে চরে নামিয়ে দিয়ে ট্রলারের প্রয়োজনীয় কাগজপত্র ও মালামালসহ “দাদাপীর নেছার উদ্দিন” নামের ট্রলারটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাতক্ষিরা শ্যামনগর থানার জয়নগর গ্রামের সুরাত আলী মোড়লের পুত্র সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, মিন্টু, রবিউল এবং একই গ্রামের জুম্মাত আলীর পুত্র আলমগীর হোসেনসহ আজ্ঞাত আরও ৫/৬ জন জড়িত। ভৈরব নদের এক প্রান্ত খুলনার ফুলতলা থানা অপর প্রাপ্ত যশোরের অভয়নগর থানা। এ ব্যাপারে অভয়নগর ও ফুলতলা থানায় মামলা করতে গেলে কোন থানায় মামলা গ্রহণ করেনি বলে গতকাল (বুধবার) বিকালে ফুলতলা রিপোর্টার্স ক্লাবে এসে লিখিতভাবে এ অভিযোগ করেন।