ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাদ আলী মহলদার (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায় ফুলতলার গাড়াখোলা মহলদারপাড়া এলাকায়। তিনি ঐ গ্রামের মৃতঃ আব্দুল ওহাব মহলদারের পুত্র। এলাকাবাসী জানায়, পুকুরের পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরে অবৈধ সংযোগ নিতে পল্লী বিদ্যুৎ এর ১১০০০ কেভি লাইনে বাঁশের মাথায় তারের সাথে আংটা ঝুলিয়ে দেয়। বাঁশটি বিদ্যুৎতায়িত হলে নিজেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসি তাকে দ্রæত উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার হাত ও বুক ঝলসে যায়।