ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ফুলতলার ৪টি ইউনিয়নে কর্মহীন ২ হাজার অসহায় পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি হিসাবে মোট ১০ টন আটা বরাদ্দ দেন। তার ব্যক্তিগত অর্থায়নে বরাদ্দকৃত আটা বৃহস্পতিবার দুুপরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, আলী আজম মোহন, শাহাবাজ মোল্যা, শাহিদুল ইসলাম মোল্যা, রবীন বসু, শ্রমিক নেতা সনজিত বসু, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, আনছার আলী, নূর হোসেন, ইকতিয়ার উদ্দিন সুমন, রিফাত হোসেন প্রমুখ।