ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফুলতলা শাখার ব্যবস্থাপনায় সিআরএম ও এটিএম মেশিনের কার্যক্রম শুরু হলো। সোমবার বিকালে ফুলতলা বাসষ্টান্ডের আমির টাওয়ারের নিচতলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মোঃ আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলতলা শাখা ব্যবস্থাপক মোঃ রুস্তম আলী, ম্যানেজার অপারেশনস বজলুর রহমান, মোঃ আরিফুল হকসহ জোনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। গ্রাহকদের দ্রুত সেবা ও ভোগান্তি কমাতে এই মেশিনে ২৪ ঘন্টা নগদ টাকা জমা, উত্তোলন ও যে কোন ব্যাংকে স্থানান্তরের সুবিধা দিতে পারবে বলে শাখা ব্যবস্থাপক মোঃ রুস্তম আলী জানিয়েছেন।