ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ -২০১৮ মঙ্গলবার দুপুরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ শিপলু ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট নবকুমার বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মোছাঃ রিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যব¯’াপক জয়নাব খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদা অক্তার, মোঃ হাবিবুর রহমান, আবুল খায়ের, নাসির উদ্দিন আকুঞ্জী, সুফিয়া সুলতানা, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।