ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মঙ্গলবার দিবাগত রাতে ফুলতলা বাজারের ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা এ সময় নগদ ৪২ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়িক সূত্রে জানা যায়, ফুলতলা বাজারের জামিরা সড়কের সামির টেলিকমের সার্টার ভেঙে নগদ ৪ হাজার টাকা, ৪টি এনড্রয়েড সেট এবং ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড, বাচ্চু সাইকেল স্টোরে একই কায়দায় সার্টার ভেঙে ক্যাশ বাক্স থেকে নগদ ৮ হাজার টাকা এবং রফিক সড়কের হাজীগঞ্জ বেকারীর সার্টার ভেঙে নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে ফুলতলা থানা পুলিশ এবং বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।