ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ দাবিকৃত এন্ড্রয়েড মোবাইল সেট না পেয়ে ভ্যান চালক পিতার উপর অভিমান করে ৯ম শ্রেণিতে পড়–য়া ওমর বিশ্বাস (১৫) নমে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটে সোমবার দিবাগত রাতে ফুলতলার আলকা কারিকরপাড়া এলাকায়। সে ঐ গ্রামের বাসিন্দা ভ্যানচালক আলাউদ্দিন বিশ্বাসের পুত্র এবং আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসি জানায়, স্কুল শিক্ষার্থী ওমর বেশ কয়েকদিন ধরে ফ্রি-ফায়ার গেম খেলার জন্য তার পিতার কাছে এন্ড্রয়েড ফোনের দাবি করে আসছিল। কিন্তু তার দরিদ্র পিতা অর্থাভাবে সময় ক্ষেপন করছিলেন। সোমবার দিবাগত গভীর রাতের কোন এক সময় অভিমানী ওমর বিশ্বাস নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।