ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফইস্টাল হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা মহামারীর সচেতনতা সৃষ্টির লক্ষে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে কার্যক্রমটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ উত্তম কুমার দেওয়ান, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রধান হিসাব রক্ষক মোঃ কুরবার আলী, মোঃ আজিজুর রহমান প্রমুখ। পরে ফুলতলা উপজেলার বিভিন্ন হাট বাজারে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভ্যান প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।