ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় করোনা সংক্রমন উর্ধ্বমুখী রোধে উপজেলা প্রশাসন ও করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় ইউএনও’র অফিস কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ডাঃ তরিকুল ইসলাম, ওসি মোঃ মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মোঃ কামরুজ্জামান নান্নু, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় করোনা সংক্রমন উর্ধ্বমুখী রোধকল্পে আজ (শুক্রবার) থেকে আগামী ৭ দিন উপজেলার বাজার সমূহে কঠোর বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় কাঁচামাল, মুদি দোকান, সেলুন, চায়ের দোকান, মোবাইল ফ্লাক্সির দোকান সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কোন অবস্থাতেই ৪ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া উপজেলার ৪ ইউনিয়নে ব্যাপক প্রচারনা, কমিটি গঠনের মাধ্যমে মনিটরিং, আক্রান্তের বাড়িতে কঠোর লকডাউন ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবারহের করা হবে ।