ফুলতলা (খুলনা)প্রতিনিধিঃ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে এবং করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন খুলনা জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও খুলনা-০৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র সার্বিক তত্ত¡াবধানে খুলনার ফুলতলা উপজেলা ও কলেজ ছাত্রলীগের সদস্যরা ধান কেটে মাড়াই করে দরিদ্র কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ৩নং ওয়ার্ডের আলকা গ্রামের বাসিন্দা দরিদ্র কৃষক আজিত মোড়ল (৫৫) এর এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে উপজেলার ধানকাটা কর্মসূচির শুভ সূচনা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় কৃষক আজিত মোড়ল খুশি হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন বলেন, দেশের ক্রান্তিকালে জননেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকদের পাশে উপজেলা ছাত্রলীগ দাঁড়িয়েছে। উপজেলার ৪টি ইউনিয়ের ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নির্দেশ দেয়া আছে অসহায় কৃষকদের পাশে থাকা। তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) এ কর্মসূচির উদ্বোধন করা হলো।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে আমরা খুলনা জেলার ৯টি উপজেলায় ধানকাটা কর্মসূচি নিয়েছি। অসহায় কৃষকদের পাশে থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে যাব। রমজান মাস। তাই সকাল বেলা থেকেই আমরা ধানকাটা শুরু করছি। কৃষকদের পাশে থেকেই সকল ছাত্রলীগের নেতাকর্মীরা এক সাথে কাজ করছি।
দরিদ্র কৃষক আজিত মোড়ল বলেন, মাঠের প্রায় খেতের ধান পেকে গেছে। করোনা পরিস্থিতির কারণে বাইরের জেলা থেকে শ্রমিক আসা বন্ধ। এ কারণে এলাকায় শ্রমিকের তীব্র সংকট। আর টাকার অভাবে খুব দু:চিন্তায় ছিলেন ধান কাটা নিয়ে তিনি। কোনদিন ভাবতেও পারেনি ছাত্রলীগের ছেলেরা এভাবেই এসে জমিতে ধান কেঠে ঘরে তুলে দিয়ে যাবে। আমি তাদের কাছে ঋণি হয়ে গেলেম।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র কৃষকদের ধানকাটা কর্মসূচির উদ্বোধনকে স্বাগত জানান। প্রয়োজনে তাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা আওয়ামীলীগ করবে।
ধানকাটা কর্মসূচিতে ছাত্রলীগের অন্যান্যে নেতৃবৃন্দরা হলেন তুহিন কুন্ডু, নাজমুল হাসান মিঠু, জিম বিশ্বাস, আলাউদ্দিন আক্তার, টিপু সুলতান, সাবিবুল ইসলাম আলম, ইমন হোসেন, মাহমুদ মোড়ল, রিফাত জমাদ্দার, ইসানুর ইসলাম, রিফাত হোসেন, মঈনুল হোসেন, এলাহী সরদার, শাহিন শেখ, মামুন হোসেন, রোমান হোসেন, আব্দুল্লাহ হোসেন, হিরো প্রমুখ।